মোহাম্মদ ইদ্রিছ,চট্টগ্রাম জেলা প্রতিনিধি;দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কালিন্দী রাণী সড়কের নারিশ্চা ও পদুয়ার মাঝামাঝি কালবার্ট সংস্কার কাজ চলমান এলাকায় বর্ষণে বিকল্প রাস্তার পাশে মাটি ধসে যাওয়ার কারণে মালবাহী ট্রাক উল্টে খাদে পরে যায়,তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, রবিবার (২৯ মে) রাত সাড়ে ১২টায় দক্ষিণ রাঙ্গুনিয়া নারিশ্চা ও পদুয়ার মাঝামাঝি কালবার্ট সংস্কার কাজ চলমান এলাকায় বিকল্প রাস্তার পাশে বর্ষনের কারনে মাটি নরম হয়ে ধসে যাওয়ায় মালবাহী ট্রাক উল্টে খাদে পরে যায়। এসময় ট্রাকে থাকা মুদির মালামাল ছিটকে পরে যায়।ট্রাকে থাকা ম্যানেজার শাহজাহান জানান, রবিবার রাত চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে ছেড়ে পদুয়া রাজারহাট বাজার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া নারিশ্চা ও পদুয়ার মাঝামাঝি কালবার্ট সংস্কার কাজ চলমান এলাকায় বিকল্প রাস্তার মাটি বর্ষনের কারনে নরম হওয়াতে রাস্তা পারাপারের সময় ধসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়।আমার অনেক বছরের ব্যবসার এই প্রথম একটি এরকম ঘটনা ঘটেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে প্রচুর মুদির মালামাল ছিটকে পড়ে নষ্ট হয়ে গেছে।