 
																
								
                                    
									
                                
স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১নভেম্বর ২০২২) সকাল ১০ঘটিকার সময় ময়মনসিংহের ত্রিশালে প্রেসক্লাব মিলনায়তনে সৃজনশীল সাহিত্য বিকাশে… মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিশিষ্ট সাংবাদিক কবি ও ঔপন্যাসিক এস এম মাসুদ রানার সভাপতিত্বে ও পরিচালনায় এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জুবায়ের হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ ফয়জুর রহমাান ফরহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ জুলফিকার আলি, আসাদুজ্জামান খান, মোঃ আলতাফ হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ সিরাজ আলী আকন্দ, মিনহাজ আলী, মোঃ ইউসুফ আলী চিশতি, মোঃ আব্দুল হামিদ, ইমরান হোসেন, আবু তালেব প্রমুখ।