মোঃ ইনছান আলী,জেলা প্রতিনিধি ঝিনাইদহদৈনিক শিরোমনি:
ঝিনাইদহ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সংবাদের প্রতিষ্ঠাতা সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টুর ১৮তম মৃত্যু বার্ষিকী শনিবার বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়। ২০০৩ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষ্যে প্রয়াত সাংবাদিকের পরিবার ঝিনাইদহ শহর ও তার গ্রামের বাড়ি চাপড়িতে প্রার্থনা সভার আয়োজন করে। সাংবাদিক মন্টুর বড় ছেলে ও ঝিনেদর আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের আইন সম্পাদক এডভোকেট সুভাষ বিশ্বাস মিলন এ তথ্য জানান। সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টু স্বাধীনতা উত্তর ও পরবর্তী সময়ে ঝিনাইদহের এক সাহসী সাংবাদিক ছিলেন। তার লেখনীতে ফুটে উঠতো সমাজের প্রতিচ্ছবি। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি তৎকালীন মহাকুমা প্রশাসক ও সংসদ সদস্যের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে নন্দিত হন। আধুনালুপ্ত দৈনিক বাংলার দর্শক প্রিয় একটি কলামে তিনি নিয়মিত লেখতেন। স্থানীয় সংসদ সদস্যকে নিয়ে সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টুর লেখা “সপ্তম নৌ বহর এখন ঝিনাইদহে” ও তৎকালীর মহাকুমা প্রশাসকের কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে পত্রিকায় লিখে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা করেন। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক এডভোকেট কালীকিংকর মন্টু বিভিন্ন সময় পালিয়ে থাকলেও মিথ্যার সাথে কোনদিন আপোষ করেন নি। যশোরের প্রখ্যাত সাংবাদিক মিজানুর রহমান তোতা, ঢাকার কাজী আব্দুল হান্নান মিরু, কুষ্টিয়ার হাসানুল কবির নাজির, ঝিনাইদহের ইসলাম উদ্দীন, একেএম ফায়জুর রহমানসহ অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক তৈরীর ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।