ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মোটরসাইকেল চোর গ্রেফতার।শুক্রবার রাত আনুমানিক ১১ টার সময় ঝিনাইদহ তেতুলতলা বাজার থেকে একটি মোটরসাইকেল চুরি করে ঝিনাইদহ শহরের দিকে যাত্রা শুরু করে মোটরসাইকেলের তেলের লাইন বন্ধ থাকায় চুটলিয়ার মোড়ে এসে বাইকটির বন্ধ হয়ে যাই।
মালিক পক্ষ মোটরসাইকেল খোজাখুজি করতে করতে চুটলিয়া মোড়ে এসে মোটরসাইকেল ও চোর সদস্যকে
পাকড়াও করেন।স্থানীয় জনগণ গণধোলায় দিয়ে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেন।
মোটরসাইকেল চোরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মোটরসাইকেল চুরির মামলা লিপিবদ্ধ হয়।যার মামলা নং ১৩।
মোটরসাইকেল চোরের অবস্থা করুন হওয়ায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।মোটরসাইকেল চোর সদস্য হলেন মাগুরা জেলার বন্নুতুর গ্রামের করিম হাওলাদারের ছেলে সবুজ। সবুজ আরো জানায় তার সাথে মাসুদ ও সাধীন নামে আরো দুই ব্যাক্তি ছিলো।এবং মাসুদের বাড়ি মাগুরা জেলার জেলখানার পাশে তার বাড়ি,এবং স্বাধীনের সঠিক ভাবে চেনন না।