আঃ রহিম, কয়রা-পাইকগাছা প্রতিনিধি ঃ
খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামে কপতাক্ষ নদীর তীরে অবস্থিত জায়গীরমহল দারুল কুরআন নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিখানায় নুরানী বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন আমাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শাহ্ মোঃ ইবাদাত হোসেন আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মেম্বর জনাব শাহ্ মোঃ রবিউল ইসলাম, স্যার ইসমাইল হোসেন, সভাপতি উক্ত মাদ্রাসা। আরও উপস্থিত ছিলেন এলার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শেনিপেসার মানুষ।
উক্ত অনুষ্ঠানে সকলেই মাদ্রাসার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দেন। এবং নুরানী ভিভাগ করেন চালু করা হয় গত বছরের আগস্ট মাসে মাত্র ৩/৪ মাসের ভিতরে ছাত্র ছাত্রীদের পড়া লেখার মান খুব ভালো হওয়ায় বর্তমানে গ্রামের অধিাকংশ মানুষ এখন ছেলে মেয়েকে নুরানী বিভাগে ভর্তি করতে ইচ্ছা পোষন করছেন।