বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় জনগণের দোরগোড়ায় প্রশাসন শীর্ষক গণশুনানিতে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমবার (৯ই নভেম্বর) বেলা ১২ টায় সোনাপুর ইউনিয়ন পরিষদে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসক নব নির্মিত সালথা বাইপাস সড়ক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্তরে ভিক্ষুক পুর্নবাসন এর আওতায় অসহায় ভিক্ষুকের মাঝে গাভী ও দোকান করার জন্য দোকানের চাবি এবং চারজন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান মোল্যা প্রমুখ।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার এসময় সাধারন মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের ব্যবস্থা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে আমরা কাজ করছি। চেষ্টা করছি সাধারণ মানুষের কথা শুনে তাদের সেবা দিতে। এ জন্য সংশ্নিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।