আহসান হাবিব লায়েক, জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হয়েছে। শনিবার বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব হলরুমে ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় ক্লাবের বিগত ৩ বছরের বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২১-২২ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি- রহমত আলী হেলালী (সম্পাদক জকিগঞ্জ সংবাদ ডটকম), সহ সভাপতি মোর্শেদ আলম লস্কর (সম্পাদক জকিগঞ্জ-কানাইঘাটের ডাক ডটকম), কেএম মামুন (জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম), সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না (সম্পাদক জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম), যুগ্ম সাধারণ সম্পাদক আল হাছিব তাপাদার (সম্পাদক জকিগঞ্জ টুডে টুয়েন্টিফোর ডটকম), সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক (জকিগঞ্জ আই টিভি), আব্দুল মুকিত (জকিগঞ্জ টিভি ডটকম), কোষাধ্যক্ষ- আহমদ আল মনজুর (সম্পাদক-জকিগঞ্জ ভিউ টুয়েন্টিফোর ডটকম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক- তারেক আহমদ (সম্পাদক জকিগঞ্জের ডাক ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সাইফুর রহমান (জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম), আহসান হাবিব লায়েক (সম্পাদক জকিগঞ্জের খবর ডটকম),
কার্যনির্বাহী সদস্য- আব্দুল্লাহ আল মামুন (সম্পাদক জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম), এখলাছুর রহমান (জকিগঞ্জ আই টিভি), আহমদুল হক চৌধুরী বেলাল (জকিগঞ্জের খবর ডটকম), রিপন আহমদ (প্রধান সম্পাদক জকিগঞ্জ টাইমস), রায়হান আহমদ (জকিগঞ্জের ডাক ডটকম), এমএ ওয়াহিদ চৌধুরী (জকিগঞ্জ সংবাদ ডটকম)।
সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আলম উদ্দিন আলম (জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম), এডভোকেট মঞ্জুরুল ইসলাম লস্কর (জকিগঞ্জ-কানাইঘাটের ডাক ডটকম), রেদওয়ান মাহমুদ চৌধুরী (জকিগঞ্জ টিভি ডটকম), জাহাঙ্গীর আলম সাহেদ (জকিগঞ্জ আই টিভি), উজ্জল আহমদ (জকিগঞ্জ আই টিভি), দিলোয়ার জাহান লিমন (সম্পাদক টাইমস টুয়েন্টিফোর ডটকম), জুবায়ের আহমদ (আমাদের জকিগঞ্জ ডটকম), জুয়েল মাহমুদ (জকিগঞ্জ ভিউ টুয়েন্টিফোর ডটকম)।