অঞ্জন লাল মহাজন,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম :হঠাৎ যদি দোকানে বা ঘরে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা হয় একটু সাহস করে যদি সবাই মিলেমিশে সামনে এগিয়ে আসে, বড় দুর্ঘটানা হওয়ার ভয় আর নেই,হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাটহাজারীর থানার ওসি রফিকুল ইসলাম থানার অন্যান্য সদঅস্যবৃন্দকে নিয়ে,হঠাৎ অগ্নিকাণ্ড হলে কিভাবে নেভানো যায় প্রশিক্ষণ চলছে, ওসি রফিকুল ইসলাম বলেন আপনার ঘরে ব্যবহারের কম্বল থাকলে ভিজিয়ে অগ্নিতে নিক্ষেপ করা যায়, বা নিজে ভিজা কম্বল মুরিয়ে অগ্নি নেভানো যায় উনি বলছেন এমন এমন কায়দা আছে ছোট ছোট অগ্নিকাণ্ড যেন বড় আকার ধারন করতে না পারে সেই ব্যবস্থা করে রাখতে, বিশেষ করে গ্যাসের টাংকি থেকে অগ্নিকাণ্ড হয় বেশি,, হাটহাজারীর সকল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, সবাই যেন নিস্তার পায় সেই ব্যবস্থা ও প্রস্তুতি নিতে বলছেন, ওসি রফিকুল ইসলামের সবার কাছে এই প্রার্থনা, হাটহাজারীর প্রত্যেক জনগণের সুব্যবস্থা এবং ভালো পরিবেশ যেন নিয়ে আসতে পারেন