চাটখিল উপজেলা প্রেসক্লাব নির্বাচনে বাবর সভাপতি কানন সাধারন সম্পাদক
মোঃ বেল্লাল হোসেন নাঈম,
চাটখিল-সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
শনিবার ২৬ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাব নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দৈনিক ভোরের পাতার মিজানুর রহমান বাবর সভাপতি একাত্তর টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের কামরুল কানন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে সহ সভাপতি পদে ইয়াছিন চৌধুরী (দৈনিক আমাদের অর্থনীতি) আনিস আহমেদ হানিফ ( ঢাকার ডাক) হান্নান হায়দার (বাংলা টিভি), যুগ্ম সাধারন সম্পাদক পদে রিয়াজ খান (দৈনিক নোয়াখালীর খবর) স্বপন পাটোয়ারী (দৈনিক বর্তমান) সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন (দৈনিক জনতা/ ডেইলি ইন্ডাস্ট্রিজ) অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ (উৎসব টিভি, ডেইলী আওয়ার টাইম) প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম হাসান (দৈনিক প্রভাতী খবর) দপ্তর সম্পাদক আলী হোসেন হিরন (দৈনিক সন্ধ্যাবানী) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুর আলম (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। সদস্য পদে মনির হোসেন সোহেল(দৈনিক গণমানুষের আওয়াজ) মিফতাহুল ফারিয়া (দৈনিক দেশ বার্তা) শারমিন সাহরিয়ার ইতি ( প্রতিদিন আমার সংবাদ) মোজাম্মেল হোসেন রিয়াজ (দৈনিক ভোরের চেতনা) নির্বাচিত হন।
শনিবার ২৬ডিসেম্বর বেলা ৩টায় ভোট কেন্দ্র জেলা অডিটোরিয়াম চাটখিল, প্রধান নির্বাচনী কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দিপ্তী নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
উৎসব মূখর এই নির্বাচনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলছুম মনি, চাটখিল থানার (ওসি) আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল মেয়র মাসুদুর রহমান শিপন, জেলা পরিষদ সদস্য এমরুল চৌধুরী রাসেল, সোমপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুনির, চাটখিল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেত্রী শামিমা আক্তার মেরী, সমকাল নোয়াখালী জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দার, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহমেদ ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচার’র রামগঞ্জ উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।