জুলফিকার, চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় রোববার (৮ মে) দুপুরে সড়ক দুর্ঘটনায় ৬ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম অফিয়া। সে গলাচিপা পানপট্টি গ্রামের শামিমের কনিষ্ঠ কন্যা সন্তান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে নানা দেলোয়ার সাজি’র বাড়িতে বেড়াতে আসার পথে নতুন মানিকা এবং বাবুরহাট মহাসড়কের তিন রাস্তার মোর মালেকের দোকান এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আফিয়া তার মায়ের সঙ্গে নানা আনোয়ার হোসেনের বাড়ি থেকে অটোরিকশায় করে স্বজন দেলোয়ার সাজি’র বাড়িতে বেড়াতে যাওয়ার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে উল্টে পরে যায়। পরে ঘটনাস্থল থেকে আফিয়াকে উদ্ধার করে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নিহত শিশুর পরিবারের মাঝে চলছে শোকের মাতাম। দক্ষিণ আইচা থানার তদন্ত (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।