জুলফিকার, চরফ্যাসন উপজেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলা ঢালচর ইউনিয়নের চরনিজাম মোহনার চরে দুইদিন ধরে আটকে আছে চালক বিহীন ‘আল কুবতান’ নামের একটি জাহাজ। অরক্ষিত থাকায় জেলে ও আশপাশের লোকজন ছোট ছোট নৌকা জাহাজটির সঙ্গে নোঙর করে মালামাল লুট করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, বৃহস্পতিবার ভেসে আসা চরনিজাম চরে আটকে পরে বিদেশি নৌযান ‘আল কুবতান’। চালকবিহীন বিশাল এই নৌযানটির উপরের অংশ খোলা। নৌযানটি পাথর বোঝাই করা। এছাড়া একটি ভেকু মেশিন, পাথর ভাঙ্গার মেশিন ও অন্যান্য জিনিসপত্র রয়েছে। ভেসে আসা নৌযান ‘আল কুবতান’ নৌযানটিতে কয়েক কোটি টাকার মালামাল রয়েছে বলে ধারণা করছেন। স্থানীয়রা খবরটি প্রশাসনকে অবহিত করলে শুক্রবার কোস্টগার্ডের একটি টিম সেখানে পৌঁছায়। চর মানিকা জোনের কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার এনামুল হক জানান, শুক্রবার দুপুরে বিদেশি জাহাজের বার্জ আল কুবতানের তদারকি করতে চরমানিকা কোস্ট গার্ডের একটি টিম ঘটনাস্থলে রয়েছেন।