
মোরশেদ আলম,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি,  দৈনিক শিরোমণিঃ হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুএ শারুন চৌধুরী’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পটিয়া উপজেলা মেম্বার সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে।
২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে পটিয়া থানার মোড় মানববন্ধন কর্মসূচিতে  সভাপতিত্ব করেন মেম্বার সমিতির সভাপতি নির্বাচিত শহীদুল ইসলাম জুলু। সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ সরওয়ার এর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শীতল তালুকদার আহম্মদ নুর সাগর,  হাজ্বী আলম, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম সালমান,  হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ জসীম উদ্দীন,   নুরুল ইসলাম  দপ্তর সম্পাদক আবু তালেব অর্থ-সম্পাদক টিটু দেব, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দীক, সহ-প্রচার গোপন দাশ, ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক জেবল হোসেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রতন সেন, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা পারভিন, রেখা দাশ, সুমি দেখা সাথী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শম্ভু দে, সদস্য রফিকুল ইসলাম যথাক্রমে জাহাঙ্গীর মুন্সী  মোঃ সাইফুদ্দীন আহমদ তসলিমা নুর,নাসিমা আক্তার,  মিনি শীল, মোঃ কামাল উদ্দীন (জিরি), লাকী দাশ, সেলিনা আক্তার, শ্রীধর মজুন্দার, জায়েদুল হক, আবদুল মন্নান প্রমুখ।
 মানববন্ধনে বক্তারা বলেন, পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ও তার পুএ শারুন চৌধুরী  বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
তারা বলেন, পটিয়া উন্নয়ন ব্যহত করতে  হুইপ পরিবারের জনপ্রিয়তার ঈশ্বান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র ও মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করার আহবান জানান তারা।
                     
                    
                    
                    
	
				
		no views