নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদদের ৪৭তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৭ই আগষ্ট বিকেলে শামছুদ্দিন মন্ডলের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলার ৪নং উজানচর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ি ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন রনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ,
আওয়ামী লীগ যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
শামছুদ্দিন মন্ডল,উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ও উজানচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গন সহ অন্যান্য নেত্রবৃন্দ।