মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
মুজিববর্ষ উপলক্ষে দেশের ৪৯২টি উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৬৮টি পরিবারের মাঝে ঘরের জমির দলিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -২ এর মাননীয় সংসদ সদস্য ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, থানা অফিসার ইনচার্জ মো.মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, হাদিরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।