মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে ভ্যানে ফেরি করে, খাওয়ার অনুপযোগী ব্রয়লার মুরগীর গোশত বিক্রির অভিযোগে, প্রায় ৩০কেজি পঁচা গোশত জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয় ও বিক্রেতা কালিহাতী উপজেলার নারিন্দিয়া গ্রামের সেন্টু মিয়ার পুত্র বাবু মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ধারায় পাঁচ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা। এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত।