মো. রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোকদিবস-২৩ এর আলোচনা সভা এবং নারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারোটায়, হেমনগর ইউনিয়নের নলিন বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মাসতুরা আমিনা, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজুর রহমান প্রমুখ।
এসময় শতাধিক নারী অভিভাবক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধে নারীদের বিভিন্ন ভূমিকা তুলে ধরেন।