মো. সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর বড় মামা-মামী ও ডালিয়া ইয়াসমিনের পিতা-মাতা মরহুম আব্দুস সালাম এবং তার স্ত্রী মরহুমা রওশন আরা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দুয়া করা হয়।
গত শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সদরের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসায় এ দুয়া ও মাহফিলের আয়োজন করা হয়।সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন মাওলানা মো. জাকির হোসেন গোপালগঞ্জী।
অনুষ্ঠানে (আইজিপি)র পিতা-মাতা, উনার মামা- মামী ও ডালিয়া ইয়াসমিনের পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনা করে দুআ করা হয়।
দুয়া মাহফিলে ডালিয়া ইয়াসমিনের স্বামী ও তার মেয়ের সুস্থ-সুন্দর জীবন-যাপনে, ভবিষ্যৎ সফলতার জন্য, উপস্থিত সকলের পিতা-মাতা আত্মীয় স্বজন, দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা, দেশ ও জাতির কল্যাণের জন্য সার্বিক মঙ্গল কামনা করে ও মহান আল্লাহ পাকের দরবারে বিশেষভাবে মুনাজাত করা হয়।
উক্ত দুয়া ও মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদক ও জামিয়া মোহাম্মদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসার হেফজ বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক হাফজ মাওলানা মো. আল মামুন, হাফেজ মাওলানা আলী হোসাইন, হাফেজ মাওলানা মো. মুজাহিদুল ইসলাম, অন্যান্য উস্তাদ বৃন্দ, মাদরাসার ছাত্র, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।