মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
উত্তরবঙ্গের নীলফামারী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে নীলফামারী সদর উপজেলার ১৩ জন, ডিমলা উপজেলার ৩ জন, সৈয়দপুর উপজেলার ১ জন, কিশোরগঞ্জ উপজেলার ২ জন রয়েছেন।নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ২৩ টি এন্টিজেন নমুনায় ০৯ জন সংক্রমিত হয়েছে। আক্রান্তরা হলেন- সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুল আউয়াল (৩১), ডাঃ মোঃ আহসানুল হক (২৮), জেলা শহরের কানছিড়ার মোড় এলাকার সাওয়াদ (১৪), কুখাপাড়ার বিপ্লব (২৬), উকিলের মোড়ের শাহিন (২৭), হাজিগঞ্জ এলাকার মেহেদী হাসান (২৭), চড়াইখোলার মোজাম্মেল হক (৬৮), রামগঞ্জের শাহিন ইসলাম (২৭), ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের জিকরুল হক (২৬)।দিনাজপুর পিসিআর ল্যাবে নীলফামারী জেলার ২৪ টি নমুনায় ৩ জন সংক্রমিত। এরা হলেন- জেলা শহরের মুনলাইট ফার্মেসীতে কর্মরত মোঃ এসহাক আলী (৪০), মোস্তাফিজার রহমান (২০) ও নতুন বাজার এলাকার অফিরন বেগম (৫৫)। এছাড়া রংপুর পিসিআর ল্যাবে নীলফামারী জেলার ৩ নমুনায় ১ জন সংক্রমিত। আক্রান্ত ব্যক্তি সৈয়দপুর উপজেলার রঞ্জিতা রায় (৪৮)।অপরদিকে, ঢাকা জাতীয় পরীক্ষাগার (মেডিসিন ও রেফারেল সেন্টার) এবং শের-ই-বাংলা নগর পিসিআর ল্যাবে নীলফামারী জেলার ২২ নমুনায় ৬ জন শনাক্ত। করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- জেলা সদরের উত্তরা ইপিজেডের সনিক বিডি লিমিটেড এর মিঃ লিয়াও ফেং (Mr. Liao Feng) ও মিসঃ দেং ঝুয়াংহং (Ms. Deng Zhuanghong), ডিমলা উপজেলার জান্নাতুল পিয়ারা (৪৭), শহিদা বেগম (৬১), কিশোরগঞ্জ উপজেলার আব্দুর রশিদ (৭০) ও শাহিনুর রহমান (৩৩)।