ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে ১ নং ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে র্যাব-৬ যশোরের একটি দল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এঘটনায় র্যাবের পক্ষ থেকে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে বলে জানাযায়।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শরিফুল আহসান, (পদাতিক) ও স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন ও আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে শনিবার রাতে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দেয়াড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী বদিউর রহমান (৫৪) কে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করে ১৩০ পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে র্যাব জানায়। এ ঘটনায় কেশবপুর থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় একটি মামলা হয়েছে।এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, মাদকসহ গ্রেফতারের ঘটনায় মামলা হয়েছে। জিঙ্গাসাবাদ শেষে তাকে রোববার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।