ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে কোভিড ১৯ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সরকারি বিধি মোতাবেক ২৩ জুন ২০২১ থেকে ৩০ জুন পর্যন্ত কেশবপুর উপজেলা লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। উক্ত লকডাউনে জরুরি সেবা যেমন ওষুধের দোকান, হসপিটাল, পন্যবাহী যানবাহন ইত্যাদি খোলা থাকবে এবং কাঁচা বাজারের ক্ষেত্রে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। অন্যথায় সকল কিছু ব্ন্ধ থাকবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন লকডাউন অমান্য কারী কে জেল জরিমানার আওতায় আনা হবে। সকলকে করোনার হাত থেকে রক্ষা পেতে লকডাউন মেনে চলার জন্য বিশেষ ভাবে বলা হচ্ছে।