ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে রবিউল ইসলাম (৩৩) নামের এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিউল উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সদস্য হাসিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে উপজেলার টিটাবাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে রবিউল ইসলামকে (৩৩) গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ১নম্বর তেঘরী ওয়ার্ডের মেম্বর হাসিয়ার রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার যশোর আদালতে প্রেরণ করা হবে বলে জানান। মাদকমুক্ত কেশবপুর উপজেলা গড়তে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জনানা।কেশবপুরের মানুষের সাহায্য দরকার বলে মতপ্রকাশ করেন।