নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন।’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের খলিলগঞ্জ এলাকায় পথচারীদের মাঝে মাদক বিরোধী হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবু জাফর,পরিদর্শক তরুন কুমার রায়, পরিদর্শক আব্দুর রহমানসহ অফিসের কর্মকর্তাগণ।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি বিশেষ বিধি নিষেধ মেনে কুড়িগ্রাম সদরসহ ৬টি উপজেলায় মাদকের কুফল সম্পর্কে মাইকিং এবং রবিবার প্রতিটি সরকারি অফিসে মাদক বিরোধী ফেস্টুন বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।