রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ৪ নভেম্বর ২০২৪ | ১৯ কার্তিক ১৪৩১ | ১ জমাদিউল আউয়াল ১৪৪৬
কিশোরগঞ্জে ট্রেনের নিচে পড়ে গায়িকার মৃত্যু
রায়হান জামান,কিশোরগঞ্জ সংবাদদাতাঃ কিশোরগঞ্জে টেনের নিচে পড়ে সঙ্গীত শিল্পী আনতারা মোকাররমা মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, শুক্রবার (৯ অক্টোবর) সকালে তার মা আসমা বেগমের সাথে ঢাকায় যাওয়ার কথা। মাকে নিয়ে আনতারা কিশোরগঞ্জ রেলস্টেশনের প্লাটফরমে আন্ত:নগর এগারসিন্দু ট্রেনে ওঠার সময় ট্রেনের নিচে পড়ে যান। মুহুর্তেই আনতারার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। মুহুর্তেই খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নিহত আনতারা মোকারমা আনিকা কিশোরগঞ্জ শহরের বত্রিশ পানির ট্যাংকি এলাকার মোকাম্মেল হকের মেয়ে। লেখাপড়া আর গানচর্চার জন্য বসবাস করতো শহরের খরমপট্টি এলাকায়।শহরের গুরুদয়াল সরকারি কলেজ থেকে এবছর বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.