গোপালগঞ্জ প্রতিনিধি ,ইমরান শেখ : স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১১টা সময় উপজেলা হল রুমে নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সুব্রত ঠাকুর,
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলিগের সভাপতি মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মাসুদ রায়হান,সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ মুক্তিযোদ্ধা বৃন্দ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান সহ রিপোর্টার্স ফোরাম এর সাংবাদিক সহ উপজেলা অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা আগামী ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মুজিব বর্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করার জন্য মতামত প্রকাশ করেন।