বাংলাদেশ সেনাবাহিনীরর তদারকিতে দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা ব্রীজ রেললিংক প্রকল্পের কাজ।ঢাকার কমলাপুর থেকে শুরু হয়ে প্রকল্পটি পদ্মা বহুমুখী সেতু ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা হয়ে যশোরের রুপদিয়া ও সিংগার সাথে মিলিত হবে।ঢাকা থেকে যশোর প্রযন্ত কাজটি দ্রুত গতিতে এগিয়ে চলছে। যার পরিমাপ ১৬২.৫০০ কি.মি. রেললাইন।প্রকল্পটি বাংলাদেশ রেলওয়ে কর্তিক নিযুক্ত টিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনীয়ারিং কোম্পানী কর্তিক নির্মিত হচ্ছে। প্রকল্পটির পরামর্শক হিসাবে নিযুক্ত রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্ররিচালিত কন্সট্রাকসন সুপারভিশন কনসালটেন্ড।যার অধিনে বাংলাদেশ সেনাবাহিনীরর ইঞ্জিনিয়ারিং কোরের প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারী এবং দেশি-বিদেশি অভিগ্য পরামর্শকগন নিরালশ ভাবে কাজ করে যাচ্ছেন।এই প্রকল্পটি ২টি ফেইজে বিভক্ত। প্রথমটি ঢাকা থেকে ভাঙ্গা,দ্বিতীয়টি ভাঙ্গা থেকে যশোর প্রযন্ত।দ্বিতীয় ফেইজের কাজ ২০২০ সালের প্রথমদিকে শুরু হয় এবং ২০২৪ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।এ’প্রযন্ত রেলওয়ে প্রকল্পের উন্নয়ন চিত্রে দেখাযায় রেল রোডের বেশ কিছু কালভাড ব্রীজ আন্ডার পাস দৃর্শমান হয়েছে। প্রকল্পটির প্রায় ২২-২৩ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে বলে অনুমান করা যাচ্ছে।প্রকল্পের টিকাদার প্রতিষ্ঠানেরর কর্মরত কর্মকর্তাদের সাথে কাজের অগ্রগতি ও বাংলাদেশ সেনাবাহিনীরর সহযোগীতার তথ্য জানতে চাইলে তারা তাদের কর্ম ততপরায়তা ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রসংশা বক্ত করেন।
বর্তমান করোনার মহামারির কঠিনসময়ের মধ্যেও ফেইজে ২’এর কাজ অত্যান্ত দ্রুত গতিতে চলমান।স্থানীয় জনগন আসাবাদি ও বিশ্বাস করেন দ্রুত কাজ শেষ হলে তাদের জীবন মানের অনেক উন্নতি সাধিত হবে।