লিয়াকত রাজশাহী ব্যুরোঃ আজ শুক্রবার বিকেলে রাজশাহীর কাটাখালী পৌরসভার আয়োজনে মুজিবশতবর্ষ ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাটাখালী পৌরসভার মেয়র মো: আব্বাস আলীর
সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীর প্রতিটি সন্তান মাঠে আসবে। তারা সকল প্রকার অপরাধ থেকে দুরে থাকবে। যুবক ও কিশোরদের মানসিক বিকাশের জন্য এই খেলাধূলার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি এই অনুষ্ঠানের আয়োজকসহ প্রীতি ফুটবল ম্যাচের সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং এই ফুটবল ম্যাচের শুভ কামনা করে মুজিব শতবর্ষ প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন।