বিদেশ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বলসোনারোর ব্যর্থতা নিয়ে পার্লামেন্টারি তদন্তের দাবি জানানো হয়েছে। করোনা সংক্রমণে ব্রাজিলে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
রিও ডি জেনিরোর বিক্ষোভে অংশ নেন চিকিৎসক লিমা মেন্ডেস। করোনাভাইরাসের সংক্রমণে এত বেশি মৃত্যু হওয়ায় ব্রাজিলের সরকারকে দোষারোপ করেন তিনি।
লিমা মেন্ডেস এএফপিকে বলেছেন, এই সরকার টিকা নিয়ে ভুল সিদ্ধান্ত, ভুয়া সংবাদ, মিথ্যা তথ্য দিয়েছে। সরকারের দুর্নীতির কারণে ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।