ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে লকডাউনে অবাধ চলাচল ও স্বাস্থ্যবিধি উপেক্ষিত লক্ষ্য করা গেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও মাস্ক না পড়েই চলছে স্বাভাবিক কাজকর্ম। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, কাজ-কর্ম ইত্যাদি নিয়ম কানুন থাকলেও কোথাও নেই কোনো সামাজিক দূরত্বের বালাই। সবখানেই উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। এ উপজেলার মানুষের চলাফেরা, কাজ-কর্ম দেখে মনে হয় যে, করোনার চেয়েও শক্তিশালী ঘোড়াঘাটের মানুষ।
সরেজমিনে দেখা যায়, হাট-বাজার, হোটেল, চায়ের দোকান গুলোতে মানুষের অবাধ বিচরণ। গণপরিবহন তেমন লক্ষ্য না করা গেলেও পণ্যবাহী ট্রাক, ছোট ছোট যানবাহন- ভ্যান-রিক্সা, মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজি, প্রাইভেট-কার সহ স্বাভাবিক নিয়মেই চলছে হাট-বাজারের দোকানপাট ও ব্যবসা বাণিজ্য। সিংহভাগ মানুষদের মধ্যেই মাস্ক পরতে দেখা যায়নি। বিগত সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া সহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা পর্যন্ত আদায় করা হয়েছে কিন্তুু জনগণের মধ্যে মত-পার্থক্য থাকায় কোনো ভাবেই কাজ হচ্ছে না!
এ বিষয়ে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম এর সাথে কথা হলে তিনি জানান, আজকে আমরা অভিযানে বের হবো। প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে জনগণকে সচেতন করতে দুপুর পর্যন্ত মাইকিং করা হবে। তারপরেও যদি কোনো কাজ না হয় তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।