উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি কচুয়া উপজেলার ৬৫টি শিশু ফোরাম কমিটির সদস্যদের নিয়ে এপি পর্যায়ে শিশু ফোরাম কমিটি পূর্ণগঠন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির সভা কক্ষে উপস্থিত শিশু প্রতিনিধিদের সরাসরি ভোটের মাধ্যমে এপি পর্যায়ে শিশু ফোরাম কমিটি পূর্ণগঠন করা হয়।প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে গন্ধরাজ শিশু ফোরামের চাঁদনী আক্তার সভাপতি হিসেবে নির্বাচিত হয়।সম্পাদক হিসাবে নির্বাচিত হয় ভোরের আলো শিশু ফোরামের রেহেনা আক্তার।এছাড়াও অন্য কমিটি থেকে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে বিভিন্ন পদে আরো ১১ জন নির্বাচিত হয়।কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সূর্য কিরন হিসাবে পূর্ণগঠন কৃত কমিটির নামকরণ ঘোষণা হয়।অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচিত প্রতিনিধিরা তাদের পরবর্তী পরিকল্পনা গুলো তুলে ধরেন।
এদিন উপস্থিত ছিলেন কচুয়া এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও শিশু ফোরাম সংগঠনের একাধিক নেতৃবৃন্দ।