উজ্জ্বল কুমার দাস, ( কচুয়া, বাগেরহাট)প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কচুয়া তনময় মিলনায়তন সভা কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে দুই দফায় বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথের সাথে কথা বলে জানাযায়,জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে সামনে রেখে আজ বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আতশবাজি ফোটানো হবে।এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজনের পরিকল্পনার কথাও বলেন তিনি।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃফিরোজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ।
অনুষ্ঠানে অন্যঅন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামিলীগের কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম,সাবেক ডেপুটি কমান্ডার আল-হাজ সিকদার হাবিবুর রহমান।
এ সময় অনুষ্ঠানে অন্যঅন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের আহবায়ক ও জেলাপরিষদের সদস্য মনিরুউজ্জামান (ঝুমুর),সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু,কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা,সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।