উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি ঃ
উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে সাংবাদিক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীকে।গত ৭ ফেব্রুয়ারি করোনা টিকা গ্রহণের পর থেকে নানা পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অসুস্থ হয়ে পরেন।পরে বাগেরহাট সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে দুই দফায় চিকিৎসা নেয়ার পরও তিনি সুস্থ না হলে পরে তার নিজ বাসায় নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
সাংবাদিক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।এছাড়া কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের স্টাফ রির্পোটার এবং ইউএনবির বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন।
তার উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর আসনের এমপি শেখ তন্ময়, জেলা প্রশাসক আনম ফয়জুল হকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় তাকে জরুরিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।
১৬ মার্চ মঙ্গলবার এই সাংবাদিককে সকাল ১০.৩০ মিনিটি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।এ সময় তার সাথে গিয়েছেন তার মা,বোন ও ভাই।এখন থেকে সেখানেই তার উন্নত চিকিৎসা চলবে।
এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোচ্ছাবিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা সহ আরো অনেকে।