আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরের হাদিউজ্জামানের ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কেশবপুরের হাদিউজ্জামান (৪৬) নামে এক যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ জেলার হরিদাসপুর ব্রীজ সংলগ্ন এলাকায়। হাদিউজ্জামান উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজ মুন্সির ছেলে।এলাকাবাসী জানায়, উপজেলার শ্রীপুর গ্রামের হাদিউজ্জামান দীর্ঘদিন ধরে ঢাকাতে একটি সিসিটিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) কোম্পানিতে চাকরি করতেন। শুক্রবার ঈদের ছুটি পেয়ে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে গোপালগঞ্জের হরিদাসপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।হাদিউজ্জামানের বন্ধু ডা. আব্দুস সামাদ বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনেই গোপালগঞ্জ গিয়েছিলাম। সেখানকার সদর থানায় হাদিউজ্জামানের মরদেহ রাখা হয়। ওই থানায় অপমৃত্যু মামলা করে মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসার প্রস্তুতি চলছে।সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় হাদিউজ্জামানের অকাল মৃত্যুতে তার দুটি ছেলে এতিম হয়ে গেলো। এলাকায় শোক বিরাজ করছে।