রেদোয়ান হাসান, ঢাকা জেলা প্রতিনিধি :
আশুলিয়ার গোহাইলবাড়ির রণস্থল এলাকার একটি কবরস্থান থেকে রাতের আধারে পুরাতন কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে ।
শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে গোহাইলবাড়ির রণস্থল জান্নাতুল বাকী কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয় বলে জানান স্থানীয়রা।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া সরকার জানান, গেল রাতের কোন এক সময়ে চোরেরা ওই কবরস্থানে প্রবেশ করে ১৬টি পুরাতন কবর থেকে ১৬টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা কবরস্থানের ভিতরে প্রবেশ করলে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারে। পরে তারা ইউনিয়ন পরিষদে বিষয়টি জানালে ইউনিয়ন পরিষদ থেকে লোক পাঠিয়ে কঙ্কাল চুরির সত্যতা পাওয়া যায়।
স্থানীয় এই জনপ্রতিনিধি আরো জানান, এই ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। ওই কবরস্থানের চারপাশে সিমানা প্রাচীর দেয়া থাকলেও কিছু স্থানে সিমানা প্রাচীর ছিল না বলেও জানান এই জনপ্রতিনিধি।