পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে পটিয়া উপজেলার আশিয়া মধ্যমপাড়া এলাকায় হযরত কাসেম আলী শাহ (রঃ) শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে আশিয়া ইউনিয়নের মধ্যমপাড়া এলাকায় বাংলাবাজার সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে স্থানীয় ১৬টি দল অংশ গ্রহন করে।
সর্বশেষ ফাইনাল খেলায় আশিয়া ক্রিড়া সংঘ বনাম আশিয়া নিউ স্টার ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আশিয়া নিউ স্টার ক্লাব আশিয়া ক্রিড়া সংঘকে ১১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাজ সেবক আকতার সওদাগরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাসেম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কাউছার আলম, ফৌজুল কবির চৌধুরী, শহিদুল ইসলাম।
রকিবুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ উদ্দিন নয়ন, হ্রদয়, সোহান, নাহিম, আরিফ, ইমন, সাগর প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন মহিউদ্দিন ইমন, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন মুহাম্মদ সাগর।