এস.এম.জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের আমির ও শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা শাহ আহমদ শফী ( ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মোঃ মামুন হাসানের প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্হার আধুনিকায়ন এবং ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) হস্তান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়।