আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপিরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে ধুলজুড়ি গ্রামে হাফিজুর রহমান ওরফে টুকু সরদারের ছেলে খালেদ মোশাররফ হোসেন রঞ্জু(৪৫) সহ ১৪ জনের বিরুদ্ধে গত ২ নভেম্বর থানায় একটি চাঁদাবাজি মামলা করেছে বেড়হাট গ্রামের অহিদুজ্জামান। অভিযোগ সূত্রে জানা যায়, রঞ্জু সর্দার গং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে দীর্ঘদিন চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী বাহিনীর গ্রুপ গড়ে তোলেন।
গত২৯ শে অক্টোবর সকাল ৯ ঘটিকার রঞ্জু বাহিনী লোহার রড, হকিস্টিক,রামদা নিয়ে অহিদুজ্জামান এর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন,টাকা না দেওয়ায় তার দোকান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আলফাডাঙ্গা থানাতে ধারা ১৪৩/৪৪৭/৪৪/৩২৩/৩৮৫/৩৮৭/৪২৭/৫০৬/১১৪ দুই লক্ষ আশি হাজার টাকা ক্ষতিপূরণ মামলা হয়।এজাহারে উল্লেখ আছে বেআইনি জনতাবদ্ধে মধ্যে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া চাঁদা আদায়ের উদ্দেশ্যে জখম করত: চাঁদা দাবি,ভয়-ভীতি প্রদান ক্ষতি সাধন ও হুকুম করেছে।
মামলার বাদী ওহিদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে মোশারেফ হোসেন রঞ্জু এলাকায় চাঁদাবাজি,মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, সালিশ বাণিজ্য, ঘুষ-দুর্নীতির গডফাদার হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছে আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আমার দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এদিকে মোশারফ হোসেন মঞ্জু বলেন,আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। হামলার সময় আমি আলফাডাঙ্গা তে ছিলাম রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। ওরা অবৈধ টাকার পাহাড়l গড়েছে। টাকা দিয়ে এলাকায় নির্দোষ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির পায়তারা করছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, চাঁদাবাজি মামলার অভিয়োগে আসামি চার জনকে গ্রেফতার করা হয়েছে।বাকী আসামিদের গ্রেফতার করা হবে।