1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

আদিতমারীর দূর্গাপুরে প্রকাশ‍্যে চলছে মাদক সেবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২

মোঃআনোয়ারুল ইসলাম অপূর্ব, লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার, একেবারেই ভারত সিমান্ত ঘেঁষা ইউনিয়ন দূর্গাপুরে প্রকাশ‍্যে চলছে,মাদকসেবন সহ বিক্রির অভিযোগ উঠেছে ।এলাকাবাসী সূত্রে জানা যায়,প্রতিদিন প্রকাশ‍্যে বাজারে বসে কয়েকজন ক্ষমতা সিন মাদক ব‍্যবসায়ীরা,দেশ ও জাতির     কাছে সব চেয়ে ঘৃণিত ও জঘন্যতম যে মাদক যাহা সেবনে,হতে পারে মানব দেহে মরনব‍্যধি ক‍্যাণ্সার বা মৃত্যুর কারণ।এমনকি পলকেই নষ্ট করে দিতে পারে আলোয় ভরা ঝলমলে উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্মকে।এবং যাহা বাংলাদেশ সরকার নিষিদ্ধ,যে মাদকদ্রব্যের প্রতি প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে,এমনকি প্রশাসনের বিশেষ অভিযানও পরিচালনা রয়েছে।তবুও তারা কিভাবে বুক ফুলিয়ে মাদকদ্রব্য সেবনও করছে এবং নিমেষেই পৌঁছে দিচ্ছে এদেশের যুব সমাজের কাছে।এছাড়াও গনমাধ‍্যমের নিকট নাম প্রকাশ করা না,শর্ত‍্যে উক্ত ইউনিয়নের কয়েকজন মুক্তিযোদ্ধা,শিক্ষক,এলাকার মহত ব‍্যক্তি সহ, ওই বাজারের বেশ কয়েকজন ব‍্যবসায়ি জানানঃআমাদের এই বাজারে “ও পাশ্ববর্তী এলাকায় প্রকাশ‍্যে,  ও, গোপনে,প্রশাসনের নাকের ডগায় আঙ্গুল দিয়ে,বুক ফুলিয়ে করে যাচ্ছে মাদকের রাজত্ব।সচর আচর দেখা যায়,এরা সব সময় প্রশাসনের ধরা ছোঁয়ার বাহিরেই রয়েছে।বিশেষ করে উক্ত বাজারের মাদক ব‍্যবসায়ীদের মধ্যে নাম ধারি চিহ্নিত মাদক ব‍্যবসায়ী ও মাদক সম্রাট নামে সকলস্তরের মানুষের নিকট বহুল পরিচিত এক ব‍্যবসায়ী।যে ব‍্যক্তিকে শিশু কিশোর থেকে,শুরু করে আবাল বৃদ্ধ‍্য  সকলেই এক নামে চিনে,(করিম পাগলা )এই পাগলা দীর্ঘদিন ধরেঃবাজারের ভিতরে বসে,কাউকে তোয়াক্কা না করে মাছ-মাংসের মতো সেবনকারীদের নিকট  বিক্রি করছে মদ গাজা ফেনসিডিল  ইয়াবা সহ দেশীয় চোলাই মদ।এ-কথাও বলেন তারাঃ তাদের এ সমস্ত অন‍্যায় কার্য কলাপের কথা পুলিশ প্রশাসন কিংবা মিডিয়ার সামনে তোলে ধরলে,পরিনাম খুবই ভয়ংকর হবে এই ধরনের হুমকিও দিয়ে থাকে মাদকব‍্যবসায়ীরা।এছাড়াও এই বাজারের শৃংখলা ও পরিবেশ আরও বেশি নষ্ট করছে একদল উশৃঙ্খল মাদকসেবন কারী এইসব  সেবনকারী,একই বাজারের কয়েকজন ব‍্যবসায়ী,কমবয়সী স্কুল-কলেজের শিক্ষার্থী সহ তরুণ সমাজ।উল্লেখ‍্যিত সেবনকারীদের মধ্যে একেবারেই সীমা অতিক্রম করেঃপ্রকাশ‍্য দিবালয়ে বাজারের ভীতর খোলা দোকানে বসে প্রতিদিন গাজা সেবন করে সেলুন ব‍্যবসায়ী মনোয়ারমিয়া,পান দোকান মনিমিয়া,চা-ব‍্যবসায়ী

মানিকমিয়া,হোটেল কর্মচারী সাইফুল ল‍্যাংড়া,সাদ্দাম হোসেন,ডেকোরেটর ব‍্যবসায়ী রবিউল ইসলাম সহ,আরও কয়েকজনের গাজা সেবনের গন্ধে অতিষ্ঠ হয়ে বাজারের কাচামাল ব‍্যবসায়ী,হোটেল ব‍্যবসায়ী, ফার্মেসী ব‍্যবসায়ী সহ আরও অনন্য ব‍্যবসায়ীগন এ-অভিযোগের কথা নিশ্চিত করেন।উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম দীঘলটারীর,নয়ারহাট সাংকারচওড়া বাজারে নিয়মিতই চলছে বিভিন্ন প্রকার জুয়া খেলা সহ,মাদক সেবনের মহোৎসব বলে জানায় স্থানীয় এলাকাবাসী।এই বিষয়ে উক্ত বাজার কমিটির সভাপতি মোঃআজিজুল হক,এবং সহ সভাপতি মোঃ আঃ ওহাব আলীর নিকট জানতে চাইলে তারা কোনো প্রকার কথা বলতে রাজি হয়নি।এছাড়াও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃনবিকুল ইসলাম কাজীর এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেনঃআমি যতটুকু বাধা-নিষেধ বা ব‍্যবস্থা গ্রহন করা দরকার আমি চেষ্টা করে যাচ্ছি যেভাবে এই বাজারে জুয়া খেলা বন্ধ হয় মাদক বন্ধ হয়।

উক্ত ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোঃছালেকুজ্জামান প্রামানিক (ছালেক) এই বিষয়ে বলেনঃ প্রশাসন যদি একটু বেশি কঠোর নজরদারী এবং মাদকবিরোধী বিশেষ অভিযান রাখে তাহলে এখানে মাদক সেবন ও চোরাচালান রোধ করা সম্ভব।

Facebook Comments
১৩ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি