 
																
								
                                    
									
                                
খানজাহান আলী থানা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী বর্তমান মেম্বর মো. নবীরুল ইসলাম রাজা গতকাল মঙ্গলবার ওয়ার্ডে ব্যাপোক গণসংযোগ করেন। শেষ মুহুর্তের গণসংযোগ যেন ব্যাপোক শো-ডাউনে পরিনত হয়। বিকাল সাড়ে ৩টায় শিরোমণি উত্তরপাড়া হাজ্জিবাড়ীর মোড় থেকে শতশত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে ওয়ার্ডের প্রতিটি অলিগলী চষে বেড়ায় মেম্বর প্রার্থী রাজা সাথে ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা। গণসংযোগকালে বিভিন্ন পথসভায় ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসি নিশা ওয়ার্ডের সার্বিক উন্নয়নে এবং উন্নয়নমূলক অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পুনরায় মেম্বর প্রার্থী নবীরুল ইসলাম রাজার তালা প্রতিকে ভোট প্রদানের আহবান জানায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মেম্বর প্রার্থী নবীরুল ইসলাম রাজা, রুখসানা আফরোজ হেলেনা, ফারজানা ফেরদেীসী নিশা, গাজী কামরুল, গাজী খায়বার, গাজী, শফিকুল ইসলাম, গাজী দুল, মুন্সি জার্জিজ, মোড়ল রুবায়েত, শেখ আলমগীর, গাজী লোকমান, মীর শফি কামাল, মনিরুল ইসলাম।