
উত্তম কুমার,জয়পুরহাট প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ডিজিটাল ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ৫ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২১ উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে র্যালী,আলোচনা সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ এ জুন) সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে,উপজেলা পাঁচটি ইউনিয়নের ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পৌঁছে দেয়ার লক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।পরে একই সভাকক্ষে বেলা ১২ টায় প্রতি মাসের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে, উপজেলার সার্বিক বিষয় তুলে ধরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি শ্রী বিরেন চন্দ্র দাস,সিনিয়র সহ-সভাপতি মীর আতিকুজ্জামান মুন,আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণরা।সভায় আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক দিক তুলে ধরে উপজেলায় মাদক,সন্ত্রাস,চুরি,ছিনতাইসহ ছোটবড় সকল প্রকার অপরাধ দমনের জন্য উপস্থিত নেতৃবৃন্দদের কাছে পুলিশকে তথ্য দিয়ে সার্বিক সহযোগীতা করার আহব্বান জানান।