আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরে আলফাডাঙ্গায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধি ভাতা বহি,সুদমুক্ত ক্ষুদ্রঋণ, দগ্ধ ও প্রতিবন্ধী ঋন, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল ১৬ নভেম্বর (সোমবার) সকাল ১২টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহীর সভাপতিত্বে, সমাজ সেবা কর্মকর্তা বজলুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল কুমার সরকার।
তিনি বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং নির্মূলে সবাইকে একযোগে কাজ করতে হবে।করোনাকালিন সময় সবাই মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রাখা।জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাঙ্গলা গড়তে হলে শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নে পরামর্শ দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা পারভীন, সহকারী কমিশনার (ভৃমি) মাহাবুবুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উপজেলার ৬টি ইউনিয়নের ২৬৩ জনকে ৭শত ৫০ টাকা করে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি, ৩৫ জনেক ৩০ হাজার টাকা করে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ, ৪ জনকে ২০ ও ৩০ হাজার টাকা দগ্ধ ও প্রতিবন্ধী ঋণ ও ৯১ জনকে শিক্ষা উপবৃত্তি চেক প্রদান করেন।