নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুর পৌরসভার রঘুনন্দনপুর এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় ওই পুকুর ভরাটের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, খবর পেয়ে পৌরসভার রঘুনন্দনপুর এলাকার লিয়াকত আলী পাট্টাদার নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেন আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা। তিনি বলেন, অবৈধভাবে পুকুরটি ভরাট করছিলেন তিনি। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিদর্শক মনিরুজ্জামান শেখ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।