অদৃশ্য ছায়া
সুলেখা আক্তার শান্তা
হৃদয়ের মাঝে নিঃশব্দ কান্না
কেঁদে চলেছে সর্বক্ষণ।
অস্থির করে তোলে আমাকে।
কে যেন আমাকে পিছু ডাকে
ডাক শুনে তাকাই চারিদিকে।
দেখিনা কাউকে দৃষ্টির সীমানায়।
অদৃশ্য ছায়া বলে, এইতো আমি
তোমার পাশে স্পর্শহীন অস্তিত্ব।
আমিতো আছি সারাক্ষণ তোমার অন্তরে
অন্তর দৃষ্টিতে, খুঁজে দেখো আমায়।
দূরে নেই তো আমি তোমার।